বিজয় মেলার পক্ষে নন নাছির, অভিযোগ মহিউদ্দিনের

চট্টগ্রাম: নগরীর আউটার স্টেডিয়ামে বিজয় মেলা আয়োজন করতে না পারার জন্য সুইমিং পুল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। একই সাথে আউটার স্টেডিয়ামে সুইমিং পুল করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বন্ধ করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘বিজয় মেলা হতে না পারে মত সুইমিং পুল করা হচ্ছে। সুইমিং পুল করার অনেক জায়গা রয়েছে। আগ্রাবাদে রয়েছে। এখানে দোকান করে ভাড়া দেবেন। দোকান দিয়ে স্টেডিয়াম ঘিরে ফেলেছেন। খেলা নাই।’

সোমবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সময়সীমা বেঁধে দেন তিনি।

মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ইঙ্গিত করে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এখানে সুইমিং পুলের নামে দোকান ভাড়া দেবেন। স্টেডিয়ামকে দোকান করে ভাড়া দিয়ে ঘিরে ফেলেছেন। খেলা নেই। এই যে অপকর্ম করছেন, মানুষ আর কত সহ্য করবে। তাই আবেদন করছি-অবিলম্বে সুইমিংপুলের নামে দোকানপাঠ তৈরী বন্ধ করেন। অবিলম্বে বন্ধ না করলে আমাদের সন্তানরা গিয়ে বাইরে টিন দিয়ে ঘেরাও করে যা করছেন তা ভেঙে দেবেন। ১৫দিন সময় দিলাম। উনি বিজয় মেলার পক্ষে তো নন….। ’

উল্লেখ্য ১১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে এ সুইমিং পুল। ৫০ মিটার দৈর্ঘ্য এবং ২২ মিটার প্রস্থের সুইমিং পুলে আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা রাখা হচ্ছে বলে জানা গেছে।