বাজার কারসাজিতে ধরা খেলেই কারাদন্ড -চট্টগ্রামের জেলা প্রশাসক

ctgচট্টগ্রাম: আসন্ন রমজানে বাজার কারসাজিতে ধরা খেলেই কারাদন্ড দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমদানিকারক ও খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

জেলা প্রশাসক বলেন, সরকার নির্ধারিত দরের বাইরে রমজানে ছোলা, চিনি, তেল ও ডাল বেশি দামে বিক্রি করা যাবে না। গুদামজাত করে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। নিত্যপন্যের বাজার মূল্য প্রর্দশন করতে হবে। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে জেলা প্রশাসনের একাধিক টিম। বাজার কারসাজিতে ধরা পড়লে এবার জরিমানা নয়, হাতকড়া পরিয়ে সরাসরি কারাদন্ড দেয়া হবে।

সভায় ক্যাবের সহ-সভাপতি নাজের হোসাইন বলেন, দেশে কি পরিমাণ ছোলা, ডাল, চিনির চাহিদা কত সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছেনা। সরকারের পক্ষ থেকে পণ্যের পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও ছোলাসহ নিত্য পণ্যের দাম বাড়ছে।

সভায় আমদানিকারক ও খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।