চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া থেকে ৪০ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চকরিয়ার বিএম চর এলাকার বাসিন্দা রাসেল প্রকাশ ডাকাত ইদ্রিস ও আবদুল করিম, সাতকানিয়ার চরখাগরিয়া এলাকার মোকতার মিয়া।
সাতকানিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার একেএম এমরান ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খাগরিয়ায় অভিযান চালিয়ে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।