চট্টগ্রাম : চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের পিতা, হারালা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়ারেছ মঙ্গলবার রাত ৯টায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।
বুধবার বাদ আছর চন্দনাইশ সদরস্থ হযরত আমিনুল্লাহ্ শাহ্ ( রঃ) প্রকাশ বুড়া মৌলানা শাহ্ (রঃ) মাজার প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আবদুল ওয়ারেছের মৃত্যুতে মাওলানা মঞ্জিল ইসলামিক রিচার্স সেন্টার এর পরিচালক অধ্যক্ষ আমিনুর রহমান, মাওলানা মঞ্জিল তরুন সংঘ, চন্দনাইশ ছাত্র সমিতির প্রধান সমন্বয়ক নোমান উল্লাহ বাহার, সভাপতি আব্দুর রশিদ তুহিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শিশু-কিশোর সংগঠন স্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোহাম্মদ ইমাদ উদ্দীন, মুফতি শফিউর রহমান স্মৃতি ট্রাস্ট- গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনান।