সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফেসবুক বন্ধের সিদ্ধান্ত এখনো হয়নি

প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০১৭ | ৭:৩২ অপরাহ্ন

মধ্যরাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি সরকার। জানালেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সোমবার দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে মধ্যরাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ থাকবে শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নজরে আসে।

এতে বলা হয়, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ৬ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করার বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।