ইয়াবা, নগদ টাকাসহ চেরাগি পাহাড়ে দুই যুবক গ্রেফতার

একুশে প্রতিবেদক

Screenshot_5চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৯৩ হাজার টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর চেরাগি পাহাড় এলাকায় মৈত্রী ভবন মার্কেটের বিগবাজারের সামনে কিছু ইয়াবাসহ কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে বলে র‌্যাবের কাছে খবর আসে। এর ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে এএসপি মিমতানুর রহমান এবং এএসপি মো. সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে মিঠু শীল শিপন (২৫), পিতা জনু চন্দ্র শীল, সাং- শিকলবাহা বড়নাথপাড়া, ৩ নং ওয়ার্ড, থানা- কর্ণফুলী, সিএমপি, চট্টগ্রাম এবং সৌমিত্র চৌধুরী (২৬), পিতা- প্রদীপ চৌধুরী, সাং- মধ্য নলুয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখিত পরিমাণ ইয়াবা ও নগদ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতার দুজনই ঘনিষ্ঠ বন্ধু এবং ঘাটফরহাদবেগের ইসলাম ম্যানশনে বসবাস করে তারা। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।