একুশে প্রতিবেদক
চট্টগ্রাম : দীর্ঘ একবছর পর চট্টগ্রামের আনোয়ারা হাইলধর এলাকায় মফিজ সওদাগর হত্যাকান্ডের ক্লু উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে হত্যাকান্ডে জড়িত সাইফুল ইসলামকে (২৩) গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় আনোয়ারা হাইলধর ইউনিয়নের নূরনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিবিআই সূত্র জানায়, গত বছরের ১৭ জুলাই ঈদুল ফিতরের আগের দিন রাতে আনোয়ারার বুতুংছড়া বাজারে নামাজের জন্য নিজের দোকান থেকে বের হলে মফিজুর রহমান সওদাগরকে খুন করে দুর্বৃত্তরা। এই ঘটনায় তদন্তে নেমে কোন ক্লু বের করতে পারেনি আনোয়ারা থানা পুলিশ। এরপর এই মামলাটির দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম পিবিআইকে। গত মার্চে মামলাটির দায়িত্বভার গ্রহণের পর ক্লু উদঘাটনে মাঠে নামেন পিবিআই পরিদর্শক আবু জাফর মোঃ ওমর ফারুক। একপর্যায়ে গত বুধবার সন্ধ্যায় সাইফুলকে গ্রেফতারের মধ্য দিয়ে ঘটনার রহস্য উদঘাটতে সক্ষম হয় পিবিআই।
পিবিআই চট্টগ্রামের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ বলেন, দোকানে রাখা স্বর্ণ ও টাকা লুট করার জন্য শ্বাসরোধ করে মফিজকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সাইফুল। মফিজ সওদাগরের ভাতিজা নিজামুল হকের নেতৃত্বে মোট ৬ জন এই কিলিং মিশনে অংশ নেয়। সবাই স্থানীয় বাসিন্দা। হত্যার এক সপ্তাহ পর নিজামুল হক বিদেশ পালিয়ে যায়। ক্লুবিহীন এই হত্যাকান্ডের আদ্যোপান্ত আমরা জেনেছি। হত্যাকান্ডে অংশ নেয়া অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।