কমিশনারের ২ ভাতিজাসহ আটক-৩, ইয়াবা ও ছোরা উদ্ধার

কক্সবাজার : কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার আকতার কামালের ২ ভাতিজা ও তাদের একসঙ্গী ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছোরাও উদ্ধার করা হয়। শনিবার সকাল ১১ টার সময় শহরের কস্তুরাঘাট এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।

জানা যায়, বিশেষ অভিযানের ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ শহরের কস্তুরাঘাট এলাকা থেকে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন কমিশনার আকতার কামালের বড় ভাইয়ের ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলমের ছেলে মেহেদি হাসান (২১), মেঝভাই ফরিদুল আলমের ছেলে হামিদুর রহমান রিয়াদ (২১) ও বাহারছড়ার আনোয়ার হোসেনের ছেলে আনোয়ার রাসেল পারভেজ (২০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুতুবদিয়া পাড়ার মৌলভী হোছাইনের ছেলে আপ্পি (২২) পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ২৭ পিচ ইয়াবা ও ৩টি ছোরা উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার এসআই কুতুব উদ্দিন বলেন, পলাতক আসামী ও আটক ৩ জনের বিরুদ্ধে দস্যুতা ও মাদক আইনে পৃথক ২ টি মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।