সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সচল হয়েছে ফেসবুক ও ম্যাসেঞ্জার

প্রকাশিতঃ ২৯ মার্চ ২০২১ | ৮:৪৭ অপরাহ্ন


তথ্যপ্রযুক্তি ডেস্ক : চার দিন পর পুরোপুরি সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জার। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর সচল হয় ফেসবুক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এটি সাময়িকভাবে ডাউন করা ছিল।

গত শুক্রবার থেকে ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ব্যবহারকারীরা।

গত শনিবার এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছিল, বাংলাদেশে তাদের একাধিক সেবা সীমিত করা হয়েছে। বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে এবং আশা করছে দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে।