বাংলাদেশে সেবা বিপর্যয়ে যা বললো ফেসবুক কর্তৃপক্ষ

একুশে ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ মার্চ) থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে বলে ধারণা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয়ের ঘটনায় আমেরিকান প্রঙুক্তি প্রতিষ্ঠানর বক্তব্য নিয়ে আজ শনিবার (২৭ মার্চ) েএকটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র রয়টার্স।

বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষের মন্তব্য, ‘করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় কার্যকর যোগাযোগের জন্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম প্রয়োজন। এমন সময়ে বাংলাদেশে এটি সীমিত রাখার ঘটনা উদ্বেগজনক।’

প্রতিবেদনটিতে বলা হয়, ‘ফেসবুক ও মেসেঞ্জার ডাউন রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কেউ কোনো মন্তব্য করেননি। তবে এর আগেও বিক্ষোভের বিস্তার রোধের অংশ হিসেবে ইন্টারনেট শাটডাউন রেখেছিল সরকার।’

ফেসবুক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশে আমাদের সেবা সীমিত করার ব্যাপারে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাটি আরও বুঝতে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু পুনরুদ্ধারের আশা করছি।’