রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০১৭ | ১:৪০ পূর্বাহ্ন

মো.শাহাদত হোছাইন, কক্সবাজার : মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সিরাজ প্রকাশ সিরু ডাকাতকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সাথে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দ্বীপের শীর্ষ সন্ত্রাসী সিরাজ প্রকাশ সিরু ডাকাত (৩৭) কে পুলিশ ৪টি দেশীয় তৈরী থ্রী কোয়ার্টার বন্দুক, ১২ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করেছে। সে উত্তর ঝাপুয়া গ্রামের মৃত মোহাম্মদ হোছনের পুত্র। তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।

রোববার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলীর দাঁরাদিয়া খাল এলাকায় পুলিশ-ডাকাতের মাঝে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটেছে।
এসময় পুলিশ ডাকাত প্রায় আধাঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে উভয় পক্ষে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ (পিপিএম বার) জানান, উত্তর মহেশখালীর চালিয়াতলী ও মাতারবাড়ি সংযোগ সড়কের দাঁড়াখাল এলাকায় দীর্ঘ দিন থেকে সিরাজ প্রকাশ সিরু ডাকাতের নেতৃত্বে একটি শক্তিশালী ডাকাত দল ডাকাতীসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। রোববার বিকাল সাড়ে ৫ টায় দক্ষিণ ঝাপুয়া এলাকার শীর্ষ ডাকাত সিরুর নেতৃত্বে ১০/১২ জনের একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল-এরকম খবর পেয়ে আমি নিজে ৩ অফিসারসহ সঙ্গীয় বিপুল সংখ্যক পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নিই। পুলিশ ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটতে থাকলে পলায়নপর অবস্থায় সিরাজ প্রকাশ সিরু ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এসময় পুলিশ তার কাছ থেকে ১টি এবং ঘটনাস্থল থেকে ৩ টি থ্রি কোয়ার্টার বন্দুকসহ মোট ৪টি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সিরুর বিরুদ্ধে ৪টি হত্যা, দস্যুতাসহ ১৩ টি মামলা রয়েছে।