একুশে প্রতিবেদক
চট্টগ্রাম : মাদক ও নেশার সঙ্গে জড়িত, পড়ালেখায় অনিয়মিত এবং উচ্ছৃঙ্খল ছাত্রদের বাইরে রেখে গঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। মূলত মেধাবী ও নিয়মিত ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে যাদের ত্যাগ আছে তারাই চবি ছাত্রলীগের কমিটিতে আসছেন বলে জানা গেছে। যে কোনো মূল্যে একটি স্বচ্ছ, সুন্দর, গঠনমূলক কমিটি করতে কাজ করছেন চবি ছাত্রলীগের দুই শীর্ষ নেতা আলমগীর টিপু ও ফজলে রাব্বী সুজন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১২১ সদস্যের কমিটির প্রায়সব নামই চূড়ান্ত। আগামী ৩০ মে-র মধ্যে সেসব নামের তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন কাছে। সেই হিসেবে সর্বোচ্চ ৮ থেকে ১০ দিনের মধ্যে কমিটি অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের চূড়ান্ত প্রক্রিয়ার বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু। তিনি বলেন, মেধাবী, প্রতিশ্রুতিশীল, দক্ষ এবং ত্যাগী মনোভাবের কর্মীদের দিয়েই সাজানো হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। এক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভিভাবক, আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরামর্শ, মতামত ও নির্দেশনাকে গুরুত্ব দেয়া হয়েছে। সংগঠনের জন্য যেসব ছাত্রের ‘ডেডিকেশন’ আছে কিন্তু একাডেমিকেলি জুনিয়র কমিটিতে তাদের রাখতে না পারলেও হলপর্যায়ের কমিটিতে জায়গা করে দেয়া হবে বলে জানান আলমগীর টিপু।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ জুলাই আ জ ম নাছির উদ্দীন অনুসারী আলমগীর টিপুকে সভাপতি, এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ফজলে রাব্বি সুজনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোষণা করার প্রায় ১১ মাসের মাথায় গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি।