রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় যুবক নিহত

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন (২৮) রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকার শরিফ মিয়ার ছেলে।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবীর জানান, একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করার সময় ইমাম হোসেনের মোটরসাইকেলটি উল্টে যায়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।