আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ৮ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৭ মিনিটে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।