ফেসবুকের নতুন চমক

ভিআরের জন্য নতুন অ্যাপ্লিকেশনের কথা জানিয়েছে ফেসবুক। স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়্যালিটি কিট গিয়ার ভিআর হেডসেটের জন্য ফেসবুক ৩৬০ নামের একটি অ্যাপলিকশেনর ঘোষণা করেছে।

ফেসবুকের অকুলাস স্টোরের তথ্য অনুযায়ী, অ্যাপটি হবে ওয়ান-স্টপ শপ। ভার্চ্যুয়াল রিয়্যালিটির দুনিয়ায় এটাই ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে ফেসবুক ইউজাররা যাতে তাদের বন্ধুদের কোনো কিছু মিস না করে সে ব্যবস্থা করবে।

অ্যাপটির মূল কাজ হবে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং ছবি গিয়ার ভিআরে দেখানো। এই কনটেন্টগুলো আসবে ইউজারের টাইমলাইন থেকে। অ্যাপটির মাধ্যমে ৩৬০ ডিগ্রি কনটেন্ট ইউজার যেগুলো পরে দেখার জন্য সংরক্ষণ করে রাখবেন বা নিজে তৈরি করবেন।

গত বছর স্যামসাং গ্যালাক্সি এস৭ স্মার্টফোন উদ্বোধনের সময় হাজির হয়ে গিয়ার ভিআর নিয়ে মার্ক জুকারবার্গ বলেছিলেন, ‘এ বছর লাখো মানুষের হাতে থাকবে গিয়ার ভিআর।’