চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৭০জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ৭০জনের মধ্যে ১৬ জন নিয়মিত মামলার আসামি, ২৪জন ওয়ারেন্টভুক্ত এবং ৫ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। একই সময়ে ৩৩৫ পিস ইয়াবা ও ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের হয়েছে।