রাঙ্গুনিয়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক খুন

murderচট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থককে দলীয় প্রার্থীর লোকেরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ইসলামপুর ইউনিয়নের খতিব নগর রাজখালী খালের পাশ থেকে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

নিহত মহসিন (৪০) ইসলামপুর ইউনিয়নের খতিব নগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমজান আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজউদ্দৌল্লাহ দুলালের সমর্থক ছিলেন।

ইসলামপুরের বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজদৌল্লাহ দুলাল বলেন, সোমবার ভোররাতে আমার নির্বাচনী পোস্টার লাগানোর সময় মহসিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের পক্ষের লোকজন জড়িত। ২৮ মে অনুষ্ঠেয় নির্বাচন বন্ধ করতে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, খতিব নগর এলাকায় মহসিনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। মঙ্গলবার সকাল ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখ ও শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাত রয়েছে।

ওসি বলেন, নিহত মহসিনের মোবাইল ও একটি নোটবুক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার পায়ের নিচ থেকে চেয়ারম্যান প্রার্থী সিরাজুদ্দৌলার বেশকিছু পোস্টার ও কোমর থেকে লিফলেট উদ্ধার করা হয়েছে।