চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণে নৌবাহিনীর পাঁচ শতাধিক সদস্যকে জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে। ছয়টি জাহাজ ও হাইস্পিড বোট নিয়ে নৌসদস্যরা উপকূলবর্তী দ্বীপ কুতুবদিয়া, মহেশখালী ও সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ছাড়াও নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
এছাড়া টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রেও নৌবাহিনীর কয়েকটি দল তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।
সোমবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসনকে সহায়তার পাশপাশি নৌবাহিনী সদস্যরা চাল, ডাল, গুড়, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, জীবন রক্ষাকারী ওষুধ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া এবং বিতরণ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। দুর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনী এই সেবা চালিয়ে যাবে।
প্রসঙ্গত গত শনিবার ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে উপকূলীয় অধিকাংশ এলাকা প্লাবিত হয়।