রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে ‘বায়োমেট্রিক সিম জালিয়াতি’ করে বিকাশের টাকা লোপাট

| প্রকাশিতঃ ২২ মে ২০১৬ | ৬:৩৯ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম জালিয়াতি করে বিকাশের টাকা হাতিয়ে নেওয়া চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। মোবাইল অপারেটর রবির সিম ব্যবহার করে এসব জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে এ চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটের হক টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বান্দরবান জেলা সদরের বিকাশ এজেন্ট কুতুব উদ্দিন (৩১) ও বিকাশ-এর সাতকানিয়া-লোহাগাড়ার পরিবেশক কার্যালয়ের কর্মকর্তা মোঃ ফরহাদ (৩২)।

গত রোববার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিদ সংবাদ সম্মেলনের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার জানান, গত ২১ এপ্রিল সাতকানিয়া থানার রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা নুরুন্নাহারের রবি সিমটি বন্ধ হয়ে যায়। ওই সিমটি তিনি বিকাশ অ্যাকাউন্টের জন্যও ব্যবহার করতেন। এরপর সিম বন্ধের কারণ জানতে নুরুন্নাহার সাতকানিয়ায় রবি সেবা কেন্দ্রে গেলে তাকে জানানো হয়, সিমটি অন্য আরেকজন তুলে ফেলেছেন। পরে নিজেকে বৈধ মালিক প্রমাণ করে তিনি পুনরায় ওই সিম তোলার পর দেখতে পান, তার বিকাশ অ্যাকাউন্টে থাকা ২০ হাজার ৪০০ টাকা আর নেই। যা কেউ একজন তুলে ফেলেছে।

পুলিশ সুপার বলেন, এ ঘটনার কথা জানিয়ে ওই নারী সাতকানিয়া থানায় অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ। সিম তোলার সময় ব্যবহৃত জাতীয় পরিচয় পত্রের নম্বর নিয়ে কুতুব উদ্দিন ও ফরহাদ নামে দুজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ফরহাদ তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১০০টি এবং কুতুব ৫৭টি সিম তুলেছিলেন। এসব সিমের অধিকাংশের মালিক অন্য লোক। পরে আমরা সেসব সিমের মালিকদের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, হঠাৎ করে তাদের সিম বন্ধ হয়ে গিয়েছিল। পরে আবার তারা বৈধ মালিকানা দেখিয়ে তা আবার তুলেছেন।

চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, মোবাইল অপারেটর রবির সিম ব্যবহার করে এসব জালিয়াতির ঘটনা ঘটেছে। জাতীয় পরিচয়পত্র ও সর্বশেষ রিচার্জের পরিমাণ বলতে পারলে যে কোনো ফিঙ্গার প্রিন্ট দিয়েই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত রবি সিম তুলে ফেলতে পারছে অপরাধীরা। এভাবে অবৈধভাবে সিম তোলার পর বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন গ্রেফতার দুইজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এমরান ভ’ঁইয়া প্রমুখ।