চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল কমিউনিকেশন ব্ল্যাকবেরি কিওয়ান নামে নতুন একটি ফোন অবমুক্ত করতে যাচ্ছে। ফোনটি ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে প্রদর্শন করা হবে।
এটি টিসিএলের প্রথম অ্যানড্রয়েড ফোন। এতে কোয়াটারি কিপ্যাড রয়েছে। টিসিএল মার্কারি কোডনেমে ফোনটি তৈরি করছে। এই প্রথমটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে প্রথম প্রদর্শন করা হয়। ফোনটির মূল্য ৫৪৯ ডলার।
গত বছর টিসিএল ব্ল্যাকবেরি নামে স্মার্টফোন তৈরি করে। টিসিএল সাশ্রয়ী দামের টিভি তৈরি করে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। এছাড়াও অ্যালকাটেলের হ্যান্ডসেট টিসিএল তৈরি করে থাকে। ব্ল্যাকবেরি কিওয়ান ফোনটিতে আছে ৪.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। এতে ফুল ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪৩৩ পিপিআই।
অ্যানড্রয়েড ৭.১ নুগাট বেসড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি মিডরেঞ্চের। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে। র্যাম আছে ৩ জিবি। সঙ্গে আছে অ্যাড্রিনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটি। এর বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
টিসিএলের ব্ল্যাকবেরি কিওয়ান ফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এতে সনির আইএমক্স৩৭৮ সেন্সর রয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। এতে ডুয়েল টোন এলইডি ফ্লাশ আছে। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও করা যাবে। ৩৫০৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। ফোনটিতে কোয়ালকম কুইক চার্জ ৩.০ টেকনোলজি রয়েছে।