প্রতিদিন কিছু না কিছু অত্যাধুনিক ফোন সিকিউরিটি ব্যবস্থা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। অনেক পরীক্ষা নিরীক্ষার পর নতুন এক টেকনোলজিতে সাফল্য পেয়েছে। সবুজ সংকেত মিললেই এই তথ্যপ্রযুক্তি হাতে আসবে। ইজরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ে চলছে এই অত্যাধুনিক প্রযুক্তির গবেষণা।
মূলত ডিপার্টমেন্ট অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং-এর তত্ত্বাবধানে তিন অধ্যাপক মিলে এই গবেষণা চালাচ্ছেন।
তাদের গবেষণায় মোবাইল ফোনের সিকিউরিটিতে ‘টাচ’-কে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একজন স্মার্টফোন ইউজারের আঙুলের ৩৫টি টাচ তার ব্যবহৃত মোবাইলের প্রযুক্তি আগে থেকেই ইনস্টল থাকবে, যার ফলে মোবাইল ফোন চুরি হলেও কোনো ভাবেই সেই মোবাইল থেকে কোনো প্রকার ইনফরমেশন চোর চুরি করতে পারবে না। মোবাইল ইউজারের টাচেই একমাত্র খোলা যাবে মোবাইল। টাচ ম্যাচ না করলে মোবাইল থেকেই ১৪ সেকেন্ডের মধ্যেই ম্যাসেজ যাবে মোবাইলের আসল ইউজারের মেলে।