রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যখন খুশি বিয়ে করবো

প্রকাশিতঃ ২২ মে ২০১৬ | ১:৪৬ অপরাহ্ন

salmanঢাকা: বেশ ক’দিন ধরেই সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়ায় জোর গুঞ্জন চলছিল বলিউড তারকা সালামন খানের বিয়ে নিয়ে। কিন্তু নিজের প্রেম কিংবা বিয়ে নিয়ে সরাসরি এ বিষয়ে কখনোই মিডিয়ায়র সামনে মুখ খুলেননি তিনি। কিন্তু এবার নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মিডিয়ার সামনে!

গত শুক্রবার ‘আইআইফা’র একটি প্রেস মিটিংয়ে হাজির ছিলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। আসছে আইআইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে স্পেনের মাদ্রিদে। আর এ নিয়ে সংবাদ সম্মেলনে তার উপস্থিতিই তার ‘বিয়ে’ নিয়ে টাটকা গুঞ্জনের দিকে উস্কে দেয়। ফলে ভরা মজলিশেই বিয়ের কেনাকাটার পরিকল্পনা কি জানতে চান সংবাদকর্মীরা! সাংবাদিকদের এমন প্রশ্নে সালমান বলেন, না বাবা! এখনো শুরু করেনি।

বিশেষ করে লুুলিয়া ভানটুরের সঙ্গে প্রীতি জিনতার রিসেপশনে যাওয়ার পর সেই প্রশ্ন ভাইজানকে আরও বেশি করে শুনতে হচ্ছে।

সল্লু মিঞার কথায়, ‘যখন আমি বিয়ে করতে চাইব, ঠিক তখনই বিয়ে করব। বিয়ের খবর টুইট করে আর ফেসবুকে জানিয়ে দেব। এটা আমি সাংবাদিকদের কেন জানাতে যাব? আমার ভক্তদের সঙ্গে সরাসরি কমিউনিকেট করব।’

এ বার শুধু অপেক্ষা। কারণ বিয়ের সানাই বাজলে সে খবর তো নিজেই দেবেন বলে প্রায় প্রতিশ্রুতি দিলেন ভাইজান।