রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

নির্বাচনী সহিংসতায় আ.লীগ নেতা নিহত

| প্রকাশিতঃ ২২ মে ২০১৬ | ১:৪২ অপরাহ্ন

murderপাবনা: পাবনা সদরে ইউপি নির্বাচনের প্রচারণার সময় প্রতিপক্ষের গুলিতে আব্দুর রহিম নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার গয়েশপুর এলাকায় এ ঘটনা হয়।

নিহত আব্দুর রহিম জেলা সদরের রহিমপুর গ্রামের জমশের আলী বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার গয়েশপুর ইইনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৪ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ওই ইউনিয়নের রহিমপুর গ্রামের মেম্বার প্রার্থী শান মোল্লা ও আমজাদ বিশ্বাস পয়দার মধ্যে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে আজ সকাল ১০টার দিকে দুপক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের গুলিতে আবদুর রহিম মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।