ভাইসহ ছাত্রদল ক্যাডার আটক, অস্ত্র-বোমা উদ্ধার

ctgচট্টগ্রাম: নগরীর খুলশী থানার ওয়ারল্যাস কলোনি থেকে ছাত্রদল ক্যাডার ওয়াহিদুল ইসলাম রকি প্রকাশ পিচ্চি ও তার বড় ভাই শাকিলকে আটকের খবর জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বোমা, বন্দুক, গুলি ও কিরিচসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শরীফ উদ্দিন।

তিনি বলেন, নগর পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্চি ও তার বড় ভাই শাকিলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।