চট্টগ্রাম: জঙ্গিসহ যেকোনো অপরাধী সম্পর্কে তথ্য পেতে অ্যাপস চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অ্যাপসটির নাম ‘হ্যালো সিএমপি’। যে কেউ চাইলে নিজের পরিচয় ও মোবাইল নম্বর গোপন রেখে এ ধরনের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারবেন।
বুধবার রাতে নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে বার্ষিক পুলিশ সমাবেশে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক অ্যাপসটি উদ্বোধন করেন।
আইজিপি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে এবং নিরাপদে যে কোন ধরনের তথ্য পুলিশকে দিতে পারে সেজন্য সিএমপি এই অ্যাপসটি চালু করেছে। পুলিশ বাহিনীকে ক্রমশ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ আধুনিক একটি বাহিনীতে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সিএমপি যে কাজটি করেছে সেটা প্রশংসনীয়।
অ্যাপসে যে পাঁচটি সুনির্দিষ্ট অপরাধের তথ্য চাওয়া হয়েছে সেগুলো হল জঙ্গিবাদ/উগ্রবাদ, মাদক, বোমা/বিস্ফোরক/অস্ত্র, আন্ত:দেশীয় অপরাধ/সাইবার ক্রাইম এবং ওয়ান্টেড আসামি।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, ‘হ্যালো সিএমপি’ অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। যে কেউ বুধবার রাত থেকে এটি মোবাইলে ডাউনলোড করতে পারছেন। পরিচয় গোপন রেখে অথবা পরিচয় প্রকাশ করে যে কোন ধরনের তথ্য এই অ্যাপসের মাধ্যমে সিএমপিকে জানাতে পারবে যে কেউ।