রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

তালিকাভুক্ত সন্ত্রাসী দাউদুল চার সহযোগীসহ গ্রেফতার

| প্রকাশিতঃ ২১ মে ২০১৬ | ১০:৫৭ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী দাউদুল ইসলামকে (৩০) চার সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে দু’টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় ফেনী জেলার সোনাগাজী বক্তার মুন্সি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা।

গ্রেফতার অন্যরা হলেন- মোঃ নুরুল করিম (৩২), হারুনুর রশিদ মিঠু (১৮), মোঃ শাখাওয়াত হোসেন (৩০) ও আবুল বশর (২২)।

সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম পিস্তল, চারটি এ্যামোনেশন উদ্ধার করা হয়।