মোঃ আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসারের অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে এগারটার সময় উপজেলা প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সাথে এমন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধারা।
গত ১৯ ফেব্রুয়ারী রবিবার সকাল বেলায় ভারপ্রাপ্ত সচিব এবং মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কার্যক্রম চালানোর জন্য নির্বাহী অফিসারের কার্যালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়ে যান। এসময় নির্বাহী অফিসার তার কার্যালয়ে এসে যাচাই-বাছাই কমিটির সদস্যদের দেখেই ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যরা।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মোঃ মাঈন উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির হয়ে কাজ করছেন ইউএনও। তিনি সবসময় মুক্তিযোদ্ধাদের কাজে বাধা দেন, শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন করেন, মুক্তিযোদ্ধারা কোনো অভিযোগ করলে তা অগ্রাহ্য করেন। আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিস এর কাছে জানতে ফোন করলে তিনি রিসিভ করেননি।