ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কমরেড তোয়াহা একজন মহান দেশপ্রেমিক ছিলেন। তিনি জাতীয়তাবাদ ও সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে যুদ্ধ করে গেছেন।’
প্রয়াত এই নেতার গৌরবময় অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশির দশকে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তিনি বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও জাতীয়তাবাদী চেতনার দেশ হিসেবে দেখতে ব্যাকুল ছিলেন।’
মন্ত্রী বলেন, ‘কমরেড তোয়াহা বিশ্বাস করতেন একমাত্র শ্রেণীহীন সমাজই দেশের নিরবচ্ছিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে।’
তথ্যমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী- লেনিনবাদী) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইনু বলেন, তোয়াহার আদর্শের কারণে জনগণ তাকে সম্মান ও স্মরণ করবে।
এর আগে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ মোহাম্মদ তোয়াহার রাজনীতির শুরুর জীবন ও কিভাবে তিনি যুবলীগ গঠন ও কমিউনিস্ট সংগঠনে সামনের সারির সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার বর্ণনা দেন।
তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে যুবলীগে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলো।
সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা আমাদের পেছনের দিকে ঠেলে দেয়। তোয়াহার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠা এবং নষ্ট রাজনীতিকে ভাঙতে হবে।’