চট্টগ্রাম বন্দর ও বিমান বন্দরে কার্যক্রম বন্ধ

port ctgচট্টগ্রাম: ঘূর্ণিঝড় রোয়ানু এগিয়ে আসায় চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা থেকে বন্দরের সব গেইট বন্ধ করে দেওয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম জানান, শনিবার সকাল ৮টা থেকে বন্দরের পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে। বন্দর জেটি থেকে ১৬টি শিপ গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও তিনটি জাহাজ বের করে দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসা মাদার ভ্যাসেলগুলোকে (বড় জাহাজ) নিরাপদ স্থানে অবস্থানের কথা বলা হয়েছে। লাইটারেজ জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরে গিয়ে কোন ধরনের চলাচল না করতে নির্দেশ দেয়া হয়েছে। জেটিতে অবস্থানরত সকল জাহাজকে জেটি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের জেটিসহ সকল স্থাপনায় স্পর্শকাতর সব যন্ত্রাংশ সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে জাহাজে পণ্য উঠানামাসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রোয়ানু’র সতর্কতায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ৬৬টি বড় জাহাজ থেকে পণ্য খালাস অনিশ্চিত হয়ে পড়েছে। এসব জাহাজে আছে চাল, সিমেন্ট ক্লিংকার, লবন, সার, বিলেট, জ্বালানি তেল সহ নানা ধরনের পণ্য। পাশাপাশি খালাস করা পণ্য নিয়ে অন্তত অর্ধ শতাধিক লাইটার জাহাজ ভেসে আছে কর্ণফুলী নদীতে। পণ্যবাহী লাইটার জাহাজ ছাড়াও প্রচুর ফিশিং ট্রলার অবস্থান নিয়েছে কর্ণফুলীর বিভিন্ন ঘাটের আশপাশে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমাণ্ডার রিয়াজুল কবির বলেন, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।