গ্যালাক্সি এস-৬ এর ১১টি নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত

samsungস্মার্টফোন জায়ান্ট স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬ এ অন্তত ১১টি মারাত্মক নিরাপত্তা দুর্বলতা রয়েছে বলে দাবি করেছে গুগল। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা অনায়াসেই অন্যের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে পারতো। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্যামসাং কর্তৃপক্ষ গুগলের চিহ্নিত ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সমাধানও করা হয়েছে। তবে এখনো আরো কয়েকটি সমস্যা সমাধানের অপেক্ষায় আছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিরাপত্তা গবেষক ড. স্টিভেন মুরডক বলেন, মোবাইল ফোন নির্মাতা ও গুগলের মধ্যে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন দেখা দিয়েছে। কেননা গুগল নিজস্ব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মান ধরে রাখতে চায় কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড নির্ভরতা হারিয়েছে।

গুগল জানিয়েছে, স্যামসাংয়ের মেইল সফটওয়্যার হ্যাক করে ভুক্তভোগীর সব মেইল নিজের ঠিকানার ফরওয়ার্ড করে নিতে পারতো হ্যাকাররা। এছাড়া হ্যাকাররা এনকোডেড ইমেজ ফাইলের মাধ্যমে ফোনের ফটো ভিউইং অ্যাপের নিয়ন্ত্রণও নিতে পারতো।

চলতি মাসের আরো পরের দিকে আরেকটি সিকিউরিটি আপডেটের মাধ্যমে অবশিষ্ট তিনটি বাগ সমস্যার সমাধান করা হবে বলে স্যামসাংয়ের এক বিবৃতিতে জানিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সুবিধাকে বেশি প্রাধান্য দেয় বলে জানিয়েছে।