বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রস্তুতি নিচ্ছে বিএনপি : রিজভী

প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারী ২০১৭ | ১০:৫১ অপরাহ্ন

জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হতে হবে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। আর এজন্য বিএনপি প্রস্তুতিও নিচ্ছে। জনগনকে সঙ্গে নিয়ে এর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বুধবার রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ ও নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর এর রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। অন্যদের মধ্যে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ।

সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন সেক্টরে দুর্নীতি হচ্ছে। আওয়ামী লীগ সরকার কানাডার একটি এলাকাকে বেগমগঞ্জ বানিয়েছে। সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতির টাকা দিয়ে কানাডায় বাড়ি- গাড়ি করেছে। আর সেই এলাকায় নামও দিয়েছে বেগমগঞ্জ।

তিনি বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে। এ গণতন্ত্র যাতে অবমুক্ত না হয় সেজন্য সিইসি হিসাবে নুরুল হুদাকে নিয়োগ দিয়েছে। আরেকটি রক্তাক্ত নির্বাচন করতেই নুরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।