ভোলা: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার তজুমুদ্দিনে ঘরচাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া প্রচণ্ড ঝড়ে অসংখ্য গাছ ভেঙে পড়ায় সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
নিহতরা হলেন, রেখা (১৮) ও রহিম (৯)।
স্থানীয়রা জানান, শনিবার ভোর পৌনে ৪টা থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।
এদিকে, লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ এলাকায় বাঁধ ধ্বসে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও জেলার কাঁচিয়া, মাঝির চর, মদনপুর, চর জহিরুদ্দিন, কুকরি-মুকরি, ঢালচর ও চর পাতিলা এলাকা ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে হয়েছে।