রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে ২৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

| প্রকাশিতঃ ২১ মে ২০১৬ | ৯:৫৪ পূর্বাহ্ন

Screenshot_11চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় কাভার্ড ভ্যান থেকে ২৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার ভোর পাঁচটার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেফতার দুইজন হলেন- চালক মো. শিপলু (৩২) ও সহকারী জুলহাস (৩০)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।

ওসি মোহাম্মদ মহসীন জানান, টেকনাফ থেকে একটি কাভার্ডভ্যান করে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার দুইজন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও মামলা দায়ের করা হয়েছে।