রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৫৫ কোটি

প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০১৫ | ৬:৩৩ অপরাহ্ন

facebookবিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১৫৫ কোটিতে দাঁড়িয়েছে। এ সংখ্যা একবছর আগের তুলনায় ১৪ শতাংশ বেশি।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের তৃতীয়ার্ধে তাদের মুনাফা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ কোটি ১০ লাখ ডলারে।

ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছেন, আমাদের মুনাফার পরিমাণ ভালো এবং ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। পুরো বিশ্বকে যুক্ত করতে আমরা দীর্ঘ সময় ব্যয় করেছি।

বিশ্লেষকরা বলছেন, ব্যাপক অনলাইন বিজ্ঞাপনই ফেসবুকের আয়ের উৎস। ইন্সট্রগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনকে যুক্ত করার মধ্যদিয়ে ফেসবুক তার ক্ষেত্র বিস্তার ঘটিয়েছে। ফলে তার আয়ও বাড়ছে।