অাজ রোববার সারাদেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল : ঢাকায় ২৯.০ ডিগ্রি সে., চট্টগ্রামে ৩০.৪ ডিগ্রি সে., সিলেটে ৩০.৫ ডিগ্রি সে., রাজশাহীতে ২৬.৫ ডিগ্রি সে., রংপুরে ২৬.০ ডিগ্রি সে., খুলনায় ২৯.৫ ডিগ্রি সে. ও বরিশালে ২৯.৫ ডিগ্রি সে.।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল : ঢাকায় ১৬.৬ ডিগ্রি সে., চট্টগ্রামে ১৭.৫ ডিগ্রি সে., সিলেট ১৫.৯ ডিগ্রি সে., রাজশাহীতে ১৫.২ ডিগ্রি সে., রংপুরে ১২.৪ ডিগ্রি সে., খুলনায় ১৭.৩ ডিগ্রি সে. ও বরিশালে ১৬.৪ ডিগ্রি সে.।