হালদায় অল্প ডিম ছেড়েছে মা মাছ

haldaচট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অল্প পরিমাণে ডিম ছেড়েছে মা মাছ। শুক্রবার ভোরে মা মাছ অল্প পরিমাণে ডিম ছাড়ে বলে জানান স্থানীয় জেলেরা। এরআগে বুধবার রাতে ও বৃহস্পতিবার অল্প পরিমাণ নমুনা ডিম ছাড়ে কার্প জাতীয় রুই, কাতল, মৃগেল, কালিবাইশ মা মাছ।

হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরীয়া বলেন, শুক্রবার ভোরে মা মাছ যে পরিমাণ ডিম ছেড়েছে তা খুবই অল্প। এখনও সংগ্রহের মতো ডিম পাওয়া যায়নি। তবে নদীতে ডিম সংগ্রহের অপেক্ষায় আছেন আহরণকারীরা।

এর আগে দ্বিতীয় দফায় বুধবার দিবাগত রাত ৯টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ডিম ছাড়ে মা মাছ। গত ৭ এপ্রিল প্রথম দফায় নমুনা ডিম ছেড়েছিলো মা মাছ।

প্রসঙ্গত হালদা নদীর কাগতিয়ার বিনাজুরী, সোনাইর মুখ, আজিমের ঘাট, খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, আবুরখীল, খলিফার ঘোনা, সর্ত্তাঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিচর এবং হাটহাজারী গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া, মার্দাশাসহ প্রায় ২০ থেকে ২২টি পয়েন্টে নমুনা ডিম সংগ্রহ করা হয়৷

ডিম সংগ্রহকারীরা জানান, বছরের এপ্রিল-মে মাসে বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল থাকলে নদীর উজানে মা-মাছ ডিম ছাড়ে। কিন্তু এবার বৃষ্টি ছাড়াই এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় ডিম ছাড়ে মা মাছ। তবে এবার বুধবার ও বৃহস্পতিবার দু’দিনেই বৃষ্টি থাকায় মা মাছ আসল ডিম ছাড়বে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।