বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি : তপতী সেন আহ্ববায়ক, রানু সদস্য সচিব

প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০১৭ | ১০:২২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা সংগঠনের সহ সভাপতি নমিতা আইচের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় তার জাকির হোসেন রোডস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানু, মর্জিদা আক্তার লুসি, মিলি চৌধুরী, তারা বানু, নাসরিন আক্তার, নাসরিন রসুল, উন্মে কুলসুম, ফাতেমা-তুজ জোহরা, দিপ্তী মজুমদার, নাসিমা আক্তার, সেলিনা, ফরিদা, রকি, পান্না প্রমুখ।

বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী নেতৃত্ব প্রতিষ্ঠা ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছেন। এই লক্ষ্যে তাঁর গৃহীত নানা উদ্যোগ শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

সভায় কেন্দ্রীয় মহিলা লীগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সম্মেলনকে সফল করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্তকে আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানুকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- মর্জিনা আক্তার লুসি, মিলি চৌধুরী, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, অ্যাডভোকেট ফাতেমা ইদ্রিাস, নাসরিন আক্তার নাহিদা ও রকি।