পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন । তারকাদের জয়-পরাজয়

debosri pic 1গণসংযোগ করছেন বিজয়ী দেবশ্রী রায়।

কলকাতা: দুর্নীতির নানান অভিযোগ এমনকি মমতা ব্যানার্জির দলের বিধায়কের বান্ডিলে বান্ডিলে টাকা লেনদেনের ভিডিও দৃশ্য প্রচার করেও কোনো কাজ হয়নি। ঠেকানো যায়নি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতার নিরঙ্কুশ বিজয়।

মমতা ধরাশায়ী হচ্ছেন এবার এমন বিশ্লেষণ ছিল শুরু থেকেই। আবার কোনো কোনো বিশ্লেষক মমতার বিজয় হলেও সেটি কষ্টাজিত কিংবা কম ব্যবধানে হবে বলে ধারণা করেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে মমতার দল ভূমিধস বিজয় কিংবা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তা ছিল কল্পনারও অতীত।

জনগণের মাঝে বিজয়ী সোহম চক্রবর্তী।

কল্পনা আর বাস্তবের এই নির্বাচনী সমীকরণে পিছিয়ে নেই তারকাদের জয়-পরাজয়ের বিষয়টিও। এবারের বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের কয়েকজন সেলিব্রেটি। এদের মধ্যে কেউ বিপুল ভোটে জয়ী হয়েছেন, আবার কোনো কোনো তারকা প্রার্থী হেরেছেন রেকর্ড ভোটের ব্যবধানে।

rupa ganguli pic 3বিজেপির পরাজিত প্রার্থী অভিনেত্রী রূপা গাঙ্গুলি।

তৃণমূলের প্রার্থী হয়ে বালিগঞ্জ আসন থেকে জিতেছেন প্রয়াত আইসিসি সভাপতি জাগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। হাওড়া উত্তর থেকে জয়ী হয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা। এছাড়া বারাসাত থেকে তৃণমূলের হয়ে জিতেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। চন্দননগর থেকে গায়ক ইন্দ্রনীল সেন, চাঁচোল থেকে গায়ক সৌমিত্র রায় এবং পা-ুয়া থেকে ভারতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রহিম নবী জয়ী হয়েছেন। তবে তৃণমূলের প্রার্থী হয়েও শিলিগুড়ি থেকে নির্বাচনে হেরেছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া।

কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় রাজনীতিতে অনেকদিন থেকেই। একশ’রও বেশি সিনেমায় অভিনয় করা এ অভিনেত্রী কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৪০টিরও বেশি পুরস্কার। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি আসন থেকে জয়ী হয়েছেন।

locket final pic 4নির্বাচন কর্মকর্তার কাছে ফরম জমা দিচ্ছেন পরাজিত বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি।

বর্তমান সময়ের টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। এ অভিনেতা প্রথমবারের মতো লড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। বাঁকুড়ার বড়জোড়া থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

এবার বিপুল জনপ্রিয় দুই তারকা ডুবেছেন নির্বাচনে ‘বিজেপি-তরী’র যাত্রী হওয়ায়। এরা হলেন লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি।

‘বৃষ্টিভেজা রোদ্দুর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন লকেট চ্যাটার্জি। একসময় মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ ছিলেন লকেট। কিন্তু এবার তিনি লড়ছেন বিজেপির হয়ে। এ দলের হয়ে বীরভূমের ময়ূরেশ্বর থেকে হেরেছেন তিনি।

chironjit final pic 5তৃণমূল হয়ে বিজয় পাওয়া চিরঞ্জিত চক্রবর্তী।

১৯৯৩ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন রূপা গাঙ্গুলি। এরপর একে একে অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার বিজেপির হয়ে লড়াই করেছেন উত্তর হাওড়া আসন থেকে। গোষ্ঠীকোন্দল নিয়ে অস্বস্তিতে থাকা রূপাকেও শেষমেষ পরাজয় মেনে নিতে হয়েছে।