পুরোনো এক্সপি ও ভিস্তা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও ক্রোম ব্রাউজারে জিমেইল সমর্থন করবে না। বুধবার গুগল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এক ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ পুরোনো ক্রোম সংস্করণ থেকে জিমেইলের সমর্থন সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া যাঁরা এখনো এক্সপি ও ভিস্তা অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাঁদের ওপরও প্রভাব পড়বে। ক্রোম ৫৩ সংস্করণ বা এর আগের সংস্করণ থেকে জিমেইল ব্যবহার করতে গেলে তা জিমেইলের এইচটিএমএল সংস্করণে নিয়ে যাবে।
গুগল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্রোমের ৫৫ সংস্করণটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্যাঁচ হালনাগাদ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারির পর থেকে পুরোনো সংস্করণের ক্রোম ব্যবহারকারীরা তাঁদের জিমেইলের ওপরে একটি ব্যানার দেখতে পাবেন। এ ছাড়া মাইক্রোসফট যেহেতু এক্সপি ও ভিস্তা থেকে সমর্থন সরিয়ে নিয়েছে তাই এ দুটি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের আরও নিরাপদ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।
গুগল কর্তৃপক্ষ বলছে, জিমেইলের নিরাপত্তার কারণে তাঁদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।