‘ইন্টারনেটের নিরবচ্ছিন্ন গতি নিশ্চিতে তৎপরতা বাড়ানো হয়েছে’

ইন্টারনেটের নিরবচ্ছিন্ন গতি নিশ্চিত করতে দেশব্যাপী বিটিসিএলের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশুদের জন্য প্রোগ্রামিং কোড শেখানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাইক্রোসফট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কার্যক্রমে, রাজধানীর বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মাইক্রোসফটের ট্রেইনার ও বাংলাদেশি আইসিটি এক্সপার্টরা মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রোগ্রামিং কোড শেখান।