বায়েজিদে তালিকাভুক্ত সন্ত্রাসী টেম্পুসহ গ্রেফতার ১৩

tempuচট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তালিকাভুক্ত তিন সন্ত্রাসীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টায় বায়েজিদ বোস্তামি থানার সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকা থেকে সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু (৩০), মোঃ শরিফ (২৮) ও ইশতিয়াককে (২৬) গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে ইসমাইল হোসেন টেম্পু’র বিরুদ্ধে বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশসহ নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ২৪টি আছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, চান্দগাঁও থানার সন্ত্রাসীর তালিকায় এক নম্বরে রয়েছে ইসমাইল হোসেন টেম্পু’র নাম। বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিল টেম্পু।

গ্রেফতার শরীফের বিরুদ্ধে পাহাড়তলীসহ বিভিন্ন থানায় ৫টা মামলা রয়েছে ও ইশতিয়াক পাঁচলাইশ থানার উৎপল বড়ুয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে জানান ওসি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে একই স্থান থেকে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতারকৃত তিন সন্ত্রাসী চট্টগ্রাম নগরীতে ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।

এদিকে বৃহস্পতিবার রাতে বায়েজিদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আরো ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।