বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হয়রানি করার জন্য তাকে বারবার আদালতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারকে অনৈতিক বলেও মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার নামে জিয়া পরিবারের বিরুদ্ধে অমানবিক আক্রমণ চালানো হচ্ছে। রাষ্ট্রক্ষমতাকে কব্জা করে, সরকারি বন্দুক আর গোলাবারুদের অধিকারী হয়ে সকলকে ভয় দেখিয়ে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করছে এই বিনা ভোটের সরকার। নাজেহাল করতেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একবার অথবা দুইবার আদালতে উপস্থিত থাকার জন্য বাধ্য করা হচ্ছে। এটি সরকার প্রধানের প্রতিহিংসার বর্ধিত বহিঃপ্রকাশ।’