আমি বাংলা মায়ের ছেলে
আমি বাংলা কৃষক জেলে।
আমি বাংলা পড়ুয়া মেয়ে
আমি বাংলায় থাকি চেয়ে।
আমি বাংলা খালে বিলে
আমি বাংলা রাখাল ছেলে।
আমি বাংলা গাঁয়ের বঁধু
আমি বাংলায় নাচি শুধু।
আমি বাংলা বিরহ ব্যাথা
আমি বাংলা কলমি লতা।
আমি বাংলা নয়ন জল
আমি বাংলা প্রেমানল।
আমি বাংলা গাছের ফুল
আমি বাংলা নদির কূল।
আমি বাংলা বাঁশের ঝুড়ি
আমি বাংলায় গুনি কুড়ি।
আমি বাংলা রবির গান
আমি বাংলা সুরের তান।
আমি বাংলা দুখু মিয়া
আমি বাংলা বিদ্রোহী ছোঁয়া।
আমি বাংলা রাগের খেয়াল
আমি বাংলা লাংগল জোয়াল।
আমি বাংলা প্রেমিক সুর
আমি বাংলা অচিনপুর।
আমি বাংলা হাদিস কুরআন
আমি বাংলা নামাজ আযান।
আমি বাংলা মরমি সাধক
আমি বাংলা সুফি গায়ক।
আমি বাংলা পুজো অর্চনা
আমি বাংলা যত প্রার্থনা।
আমি বাংলা মন্দির বিহার
আমি বাংলা প্রসাদ আহার।
আমি বাংলা বায়ান্ন
আমি বাংলা বস্ত্র অন্ন।
আমি বাংলা একাত্তরে
আমি বাংলা ঘরে ঘরে।
আমি বাংলা মুজিবর
আমি বাংলা আপন পর।
আমি বাংলা রফিক সালাম
আমি বাংলায় ধন্য হলাম।
তারিখ :০১.০২.২০১৬