চট্টগ্রাম: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইরফান আলীর স্মরণে দোয়া মাহফিল করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আদনান কোরাইশি জয়নুল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দোয়া মাহফিল আয়োজন করেন পোর্ট সিটি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে ছাত্রলীগের পোর্ট সিটি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি’র সভাপতি কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ইমাম হোসেন, ইয়াসির আরাফাত মুন্না; যুগ্ন-সাধারণ সম্পাদক রাহুল খাস্তগীর; নাইমুল হাসান শিহাব, এ জে এন ফরমানুল; সাংগঠনিক সম্পাদক নিঝুম পারিয়াল রাজ, রিফাত মাহমুদ ও হারুন অর রশিদ জিপন অংশ নেন।
আরও উপস্থিত ছিলেন- ছাত্রলীগের পোর্ট সিটি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি’র দপ্তর সম্পাদক আদনান কোরাইশি জয়নুল, প্রচার সম্পাদক রিয়াজুল আলম শিহাব, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অমর্ত্য মজুমদার, পাঠাগার সম্পাদক সাজ্জাদ আল মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ইয়াজ উদ্দিন হৃদয়, পরিবেশ বিষয়ক সম্পাদক কাজি হাসিবুল ইসলাম রকি, স্কুল বিষয়ক সম্পাদক আরমান সেলিম, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন রিয়াজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুনির উদ্দিন সায়েম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাশেদুল ইসলাম; উপ দপ্তর সম্পাদক নিহাল নাঈম, উপ গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হিমেল, উপ আইন বিষয়ক সম্পাদক অপু চান্দা, উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক শহিদুল গণি মারুফ, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্তাপনা সম্পাফক আরাফান হোসাইন; সহ-সম্পাদক নুরুল হক আরমান, শহিদুজ্জামান ইরফান; সদস্য আমিরুল ইসলাম, ইলয়াছ উদ্দিন আকাশ, রিমন শাখাওয়াত।
এছাড়া উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা রাজু চৌধুরী, শাহেদুল আলম সোহেল, সায়েম আরেফিন, নিঝুম, আরাফাত মাহিন, জিশান চৌধুরী, পায়েল প্রমুখ।
প্রসঙ্গত লিভারের অসুস্থতাজনিত কারণে গত ২৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরফান আলী; তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।