তাইওয়ানে প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

Taiwan-Presidentতাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করেছেন সাই ইং-ওয়েনের। গত ১৬ জানুয়ারি দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে লড়ে জয়ী হন ওয়েন। প্রেসিডেন্ট হিসেবে ওয়েনের অভিষেক হওয়ার কিছু সময় পরই তার নয়া সরকার প্রধানমন্ত্রী লি চুয়ানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে।

দায়িত্ব গ্রহণের পর ওয়েন বলেন, চীনের সঙ্গে চলমান সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করবেন তিনি। তবে বেইজিংকেও তাইওয়ানের গণতন্ত্রের প্রতি অবশ্যই শ্রদ্ধা দেখাতে হবে।

গেল ১৬ জানুয়ারি তাইওয়ানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫৯ বছর বয়সী নয়া প্রেসিডেন্ট ওয়েন ওই নির্বাচনে ৫৬ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী কুয়োমিন্টাং পার্টির (কেএমটি) প্রার্থী এরিক চুকে বড় ব্যবধানে পরাজিত করেন। তিনি পেয়েছিলেন ৩১ শতাংশ ভোট।

তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার হুমকি দিয়ে রেখেছে।