চট্টগ্রাম: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।
রোববার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে সরকার একের পর এক মামলা দায়ের করছে। মামলা দিয়ে তারেক রহমানের জনপ্রিয়তা ঠেকানো যাবে না।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর নাসিমন ভবন থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়।
এর আগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ছালাউদ্দিন।
সংগঠনের সভাপতি জাহিদুল আফছার জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ।
উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু, জেলা বিএনপি’র নেতা জহুরুল ইসলাম, জামসিদুর রহমান, মো: মোরসালিন, মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, জেলা ছাত্রদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক ওমর ফারুক ডিউক, তকিবুল হাসান চৌধুরী তকি, যুবদল নেতা শাখাওয়াত হোসেন শিমুল, এমরান উদ্দিন, মহিউদ্দীন, সীতাকুন্ডু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল, উপজেলা ছাত্রদল নেতা ফরিদ আহমেদ প্রমুখ।