তথ্যপ্রযুক্তি পেশাজীবিদের সংগঠন এসসিআইটিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চট্টগ্রাম: তথ্যপ্রযুক্তি পেশাজীবিদের সংগঠন সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সব সদস্যদের নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন এসসিআইটিপি-এর প্রেসিডেন্ট ও পিএইচপি ফ্যামিলি-এর হেড অফ আইটি মো. আবদুল্লাহ্ ফরিদ।

এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম আহসান উল্লাহ, শাহ পরান, সেক্রেটারি জেনারেল মো. সাইফুল ইসলাম মাহিন এবং রিপন চৌধুরী সংগঠনের গত এক বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করেন। সংগঠনের আগামী ১ বছরের কার্যক্রম সদস্যদের সামনে তুলে ধরেন প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ্ ফরিদ এবং ভাইস প্রেসিডেন্ট মো. তামিম ওয়াহিদ আল হেলাল।

অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত এন্টিভাইরাস প্রস্তুতকারী কোম্পানি ক্যাসপারস্কি ল্যাব-এর সৌজন্যে ‘সাইবারথ্রেটস্কেপ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভূটানে ক্যাসপারস্কি ল্যাব পরিবেশক অফিস এক্সট্র্যাক্টস-এর সিইও প্রবীর সরকার সাইবার আক্রমণ এবং প্রতিরোধের নানা দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো ছিল ‘আইটি প্রফেশনাল ক্যারিয়ার অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামে আলোচনা পর্ব। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাইসওয়াটারহাউস কুপারস প্রিন্সিপ্যাল কনসালট্যান্ট দেবরূপ ভট্টাচার্য, বাংলাদেশ ডাটাসেন্টার সোসাইটি (বিডিএস) প্রেসিডেন্ট মাসুদ পারভেজ, আইটি সিকিউরিটি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহাদাত হোসেন, বেসিস ভাইস প্রেসিডেন্ট এম রশিদুল হাসান এবং সিটিও ফোরাম বাংলাদেশ-এর প্রেসিডেন্ট তপন কান্তি সরকার।

পরিশেষে র‌্যাফল ড্র ও এসসিআইটিপি সেক্রেটারি জেনারেল মো. সাইফুল ইসলাম মাহিনের বক্তব্য ও রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।