চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন।
রিমান্ডে নেয়া পাঁচজন হলেন- খায়ের আহম্মেদ, জামাল হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল আলম ও কামরুল হোসেন। খায়ের ‘আযবাহ ড্রিংকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। অন্যরা ওই প্রতিষ্ঠানের কর্মচারী।
চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান জানান, মোবাইল চুরির অভিযোগে গত মঙ্গলবার গভীর রাতে শীতলপুর ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তিনদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।