আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

fire picচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় একটি ঠিকাদার প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকান্ডে পুড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে খুলশী ৮ নম্বর সড়কের হাকিম অ্যান্ড সন্স নামে ওই প্রতিষ্ঠানে অগ্নিকান্ড ঘটে।

নিহত মাজহারুল ইসলাম (২০) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে যাওয়া কক্ষটিতে তারা রড ও সিমেন্টসহ বিভিন্ন ধরনের মালামাল রাখত। ঠিকাদারির পাশাপাশি নির্মাণ শ্রমিকও সরবরাহ করত তারা। রাতে মাজহারুল ওই কক্ষে ঘুমিয়েছিলেন। কক্ষটিতে আগুন লেগে তার পুরো শরীর পুড়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল কালাম জানান, রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে রাত ২টার দিকে। ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আগুনে পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করা হয়।