বিএনপি সংলাপের যোগ্যতা হারিয়েছে : সেতুমন্ত্রী

Kaderবিএনপি সংলাপের কথা বলার যোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিদেশের মাটিতে বসে সেন্সলেস পলিটিক্স করে সংলাপের কথা বলা যায় না। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সংগঠনটির পক্ষ থেকে ২২ লেখকের হাতে সম্মাননা তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অন্যানদের মধ্যে ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, ‘ একদিকে সৃজনশীলতা, মননশীলতা ও নান্দনিকতা ঘাতকের থাবায় প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। অন্যদিকে ডিআরইউ লেখকদের হাতে সম্মাননা তুলে দিচ্ছে। এটি একটি সাহসী পদক্ষেপ।

তিনি বলেন,‘ মননশীল লেখকদেরকে হত্যা করে প্রগতীর ধারা রুদ্ধ করা যাবে না। শহীদের রক্তভেজা বাংলাদেশকে কোনো অপশক্তি পাকিস্তান, আফগানিস্তান বানাতে পারবে না। প্রগতিশীলতার চর্চা করেই জাতি এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বাদশা আগামী থেকে লেখকদের পাণ্ডুলিপি নির্বাচন করে সেটি প্রকাশ করার ব্যবস্থা করা হবে বলে ঘোষাণা দেন।

পুরস্কারপ্রাপ্ত ডিআরইউ সদস্যরা হলেন- বাসসের শামসুল আলম বেলাল, ভোরের কাগজের ঝর্না মনি ও শামসুজ্জামান শামস, আজকের পত্রিকার ওমর ফারুক, ইনকিলাবের মিজান মাহমুদ, আমার দেশের হাসান হাফিজ, অবজারভারের জীবন ইসলাম।

এছাড়া মানবজমিনের কাফি কামাল, জনকণ্ঠের কাওসার রহমান, মাই টিভির আমীরুল মুমেনীন, উত্তরবঙ্গ সংবাদের নির্মল চক্রবর্তী, এবি নিউজ ডটকমের শাহিন চৌধুরী, দ্য ইকোনমিক্স ডটকমের শেখ মাহমুদ, এটিএন নিউজের ইশরাত জাহান উর্মী, ইত্তেফাকের পিনাকী দাসগুপ্ত ও দেবব্রত মুখোপাধ্যায়, সংগ্রামের শাহেদ মতিউর রহমান, আর টিভির আক্তার হোসেন, কালের কণ্ঠের ওমর ফারুক, সমকালের আলতাফ হোসেন ও ইন্দ্রজিৎ সরকার এবং চ্যানেল টুয়েন্টিফোরের আমিন আল রশিদ।